শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এএসপি জাহেদ পারভেজ চৌধুরীর নাগরিক বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরীর নাগরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহেদ পারভেজ বলেন, আমার শৈশব কাল ছিল বিভিন্ন কালার জীবন। আমি ছিলাম পুলিশ পরিবারের। আমার বাবা হাইমচর থানার অফিসার ইনচার্জ হিসেবে চাকুরী থেকে অবসর নেন । বাবার চাকুরীর সুবাদে আমার বহু স্কুল পাল্টাতে হয়েছে। সে কারণে আমার বেশি বন্ধু হয়েছিল। বন্ধুদের সাথে মিশতে গিয়ে, সমাজের অনেক বৈচিত্র্য আমার দৃষ্টি গোছার হয়েছে। চাকরি জীবনে এসে সেই শৈশবের বৈচিত্র্য নিয়ে কাজ করে সফল হয়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ। তাদের জানমাল নিরাপত্তা নিয়ে কাজ করতে হয় পুলিশের। আমাদের পুলিশিং সেবা একদিন সিঙ্গাপুরকে পার করবে। সে দিন বেশি দূরে নয়। করোনা কালিন সময়ে মানুষ পুলিশের কাছে সাহায্য চায়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, সদর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জাকির হোসেন হিরু, জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, স্বপ্নতরু সামাজিক সংগঠনের নির্বাহী সদস্য শরীফুল ইসলাম,

এই বিভাগের আরো খবর