শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদী পুলিশ লাইন্সে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত   

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ০৩ আগষ্ট অপরাহ্নে নরসিংদী জেলা পুলিশ লাইন্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জাতির জনকের জীবন, আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা নিয়ে আলোচনা করেন।পুলিশ সুপার মহোদয় জেলার সর্বস্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে জাতির জনকের স্বপ্ন ও কর্মজীবনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের জন্য কাজ করার নির্দেশনা প্রদান করেন। স্বাধীনতার প্রথম প্রহরে অস্ত্র হাতে জীবন উৎসর্গকারী পুলিশ বাহিনীর গর্বিত উত্তরাধিকারী জেলা পুলিশের সদস্যরা জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে নরসিংদী জেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সর্বপ্রকার অপরাধ মুক্ত করে একটি বাসযোগ্য নরসিংদী গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান।

এই বিভাগের আরো খবর