শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাস্কর মৃণাল হক আর নেই

ডেস্ক নিউজ : দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই । গতকাল শুক্রবার দিবাগত রাতে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে মৃণাল হকের সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। পরে গুলশানের বাসা থেকে তাঁকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে।

১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৃণাল হক। সেখানে গিয়ে তিনি ভাস্কর্যের কাজ করেন। ২০০২ সালে তিনি দেশে ফেরার পর স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এরপর মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি নির্মাণ করেন মৃণাল। এ ছাড়া ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোল্ডেন জুবিলি টাওয়ার তাঁর শিল্পকর্ম। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে তাঁর শিল্পকর্ম ছড়িয়ে আছে।

এই বিভাগের আরো খবর