সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীনগরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে স্থাপন করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাণীনগর রেল স্টেশনের আশেপাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ২৫০টি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

এ সময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারিকুর রহমান, রাণীনগর রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান প্রমুখ।

এ সময় স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশ দিয়ে রেলওয়ের জায়গা ও পুকুর দখল করে স্থায়ী ভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট ভেঙ্গে দেওয়া হয়। যতদিন না এই অঞ্চলে রেলওয়ের সকল জায়গা অবৈধ দখল মুক্ত না হচ্ছে ততদিন এই অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।

এই বিভাগের আরো খবর