শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণ মহড়া

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় আগুন নেভানোর বিষয়ে সচেতনতামূলক মহড়া করেছে জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শনিবার (১২ আগস্ট) সকালে নকলা থানা চত্বরে এ অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাথেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ।

গ্যাস সিলিন্ডারে আগুল লাগলে কিভাবে দ্রæত গতিতে নিজেই কয়েকটি পদ্ধতি ব্যবহার করে সেই আগুন নেভাতে পারে সেই লক্ষের বিষয়ে হাতে কলমে দেখানো হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর