শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদীতে ২ কোটি ১৬ লাখ টাকা বাজার মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার

মাধবদী প্রতিনিধি : বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২০ তারিখে নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীণ মেহেরপাড়া ইউনিয়নে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচানায় নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর জনাব মোঃ শাহ আলম মিয়া। অভিযানে মেহেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের হনুমন্তপুর মৌজায় ৭৯৩ নং দাগে ১২ শতাংশ,৭৮৬ নং দাগে ১২ শতাংশ এবং ৭৮৮ নং দাগে সরকারি মালিকানাবিহীন ‘খ’ তফসিল ভূক্ত জমি(যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ কোটি ১৬ লক্ষ টাকা) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়। এ সময় জনাব শাহ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর নরসিংদী জেলা প্রশাসন। এবং সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণের জেলা প্রশাসন, নরসিংদীর এ অভিযান অব্যাহত আছে ও থাকবে। উল্লেখ্য যে,মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহ আলম মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েক দফা অভিযানে ইতোমধ্যে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীণ, মহিষাশুরা ইউনিয়ন, কাঁঠালিয়া ইউনিয়ন, মেহের পাড়া ইউনিয়ন, আমদিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতায় বর্তমান বাজার মূ্ল্যের কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণ করা হয়।

এই বিভাগের আরো খবর