শেরপুর প্রতিনিধি: “সবুজ বৃক্ষে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২০ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরামর্শে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। এগুলোর মধ্যে ছিলো আম, কাঠাল, নিম ও হরতকি। উপজেলা পরিষদ চত্তর ও শালচুড়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম এ ওয়ারেজ নাইম।এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদ মাষ্টার,ছাত্রলীগের রাজদ্বীপ সরকার, ইরফান সাদিক তন্ময়, সজীব,হিমেল রায়,মোশফিক নাইম আকিফ সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, গত ৩১ আগষ্ট উপজেলার ঝিনাইগাতী-বাঁকাকুড়ার প্রায় ৩কি:মি: সড়কের দু’পশে ছাত্রলীগের নিজস্ব্য অর্থায়নে ৩শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন জানান,তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।