বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভূক্ত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৫ সেপ্টেম্বর) ডিবি পুলিশের এসআই নূরে আলম হোসাইন নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন আমিরাবাদ সাকিনস্থ জনৈক আঃ রহমানের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) আঃ রহমান ভূইয়া (৫৫),পিতামৃত-মাজু মিয়া,সাং-আমিরাবাদ,থানা ও জেলা-নরসিংদীকে ৩৫(পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১০,৫০০/= (দশ হাজার পাঁচশত) টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা আছে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর