বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় পাওয়া গেলো শিশু রিপনের লাশ

এম ইসলাম দিলদার, রাজশাহীঃ রাজশাহীর বাঘায় দুলাভাই এর বাড়িতে বেড়াতে গিয়ে পদ্মায় ডুবে রিপন হোসেন নামের ৭ বছরের এক শিশু নিখোঁজ হয়েছিল। গতবৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরেরহাট এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, বাঘা উপজেলার গাওপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রিপন হোসেন গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে দুলাভাই মাহাবুবুর রহমানের বাড়িতে বেড়ায় যায়। নিকটবর্তী পদ্মা নদীর পাড়ে গেলে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় গড়গড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম এর নির্দেশনায় ও রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা করেছে। কিন্তু বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিশুর সন্ধান মেলেনি।

শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে চেয়ারম্যান রবিউল ইসলাম উপস্থিত থেকে শিমুলতলী ফেরীঘাটের নিকট হতে শিশু রিপনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। পরে পরিবারে নিকট হস্তান্তর করে মরদেহটি। শোকাহত পরিবারটিকে রবিউল ইসলাম চেয়ারম্যান শান্তনা দেওয়ার চেস্টা করেন।

এই বিভাগের আরো খবর