নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের খাগোরবাড়িয়া গ্রামের কৃষক সিরাজুলের বাড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে তাঁর দুটি ঘর ও ১ টি গরু।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে তাঁর দুটি ঘর, আসবাবপত্র , ১ টি গরু পুড়ে গেছে। প্রায় আড়াইলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল। তিনি তাদের স্বান্তনা প্রদান করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।