চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ যান সিএনজি-ট্রলির মূখোমূখী সংঘর্ষে ঝরলো প্রাণ
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো শ্যামপুরের গোপালনগর এলাকার হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম বকুল (৪০)।
প্রত্যাক্ষদশীরা জানায়, ১৬ নভেম্বর (সোমবার) বেলা ১ টার দিকে শিবগঞ্জ গামী সিএনজি ও শিবগঞ্জ হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী ধান বোঝাই ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত সাইফুল গুরুতর আহত হলে, স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত সাইফুলকে জরুরী বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে, রাজশাহী মেডিকেল হাসপাতালে উদ্দেশে রেফার্ড করা হয়। অতঃপর যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমর্মে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।