রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ রাণীনগরে মুজিববর্ষে গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের জমি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।
বৃহস্পতিবার জেলার রাণীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে প্রকল্পের জমি পরিদর্শন করেন।
এছাড়াও তিনি উপজেলার কালিগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। অতপর এলজিএসপি-৩ এর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্লু-টুথ সাউন্ড সিস্টেম ও আলমিরা বিতরণ করেন।
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই বৃহস্পতিবার একডালা ইউনিয়নের ডাকাহার গ্রামে চৌধুরী পুকুরের খাস জমি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ,সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।