রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীনগরে গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের জমি পরিদর্শন করেন জেলা প্রশাসক

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ রাণীনগরে মুজিববর্ষে গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের জমি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।

বৃহস্পতিবার জেলার রাণীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে প্রকল্পের জমি পরিদর্শন করেন।

এছাড়াও তিনি উপজেলার কালিগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। অতপর এলজিএসপি-৩ এর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্লু-টুথ সাউন্ড সিস্টেম ও আলমিরা বিতরণ করেন।

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই বৃহস্পতিবার একডালা ইউনিয়নের ডাকাহার গ্রামে চৌধুরী পুকুরের খাস জমি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ,সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর