রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় সদর ও শিবগঞ্জে ২ জনের আত্মহত্যা

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চাঁদপুর-গাবতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩২) পারিবারিক কোলাহলের জেরে বৃহঃস্পতিবার দিবাগত রাত ৯টায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, নিহত সেলিম বিষ খেলে তার স্বজনরা তড়িঘড়ি করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদ পাড়ার ১৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলীর স্ত্রী পারভীন (৩৫) নামে এক গৃহীনি আত্মহত্যা করে।জানা যায়,পারিবারিক কোলাহলের জেরে গতরাত সাড়ে ৮ টায় আত্মহত্যা করার চেষ্টা করে। নিহত পারভিনের শারিরীক অবস্থা খারাপ হলে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে,পরবর্তীতে তাকে সদর হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষনা করে।

শিবগঞ্জ থানা পুলিশ মুঠোফোন রিসিভ করেনি, অন্যদিকে সদর থানা পুলিশ নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর