শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর দূর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোহম্মদ আলী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজালখলসী-তাহেরপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোহম্মদ আলী উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান , নিহত যুবক মোটরসাইকেল নিয়ে আলীপুর বাজারের দিকে যাচ্ছিলো উজালখলসী-তাহেরপুর সড়কের কাছে পৌঁছালে একটি মালবাহী ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথার আঘাতে লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর