এম ইসলাম দিলদার,রাজশাহীঃ রাজশাহীর বাঘায় “মুজিব বর্ষ” উপলক্ষে গৌরাঙ্গপুর সততা ক্লাব কর্তৃক আয়োজিত এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুক্রবার(১১ডিসেম্বর) রাত সারে ৭ টায় গৌরাঙ্গপুর মোড় সংলগ্ন পশ্চিমে ব্যাডমিন্টন খেলাটির অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলার প্রয়োজন।মাদক হতে যুবসমাজকে দুরে রাখতে এই খেলার আয়োজন করেন গৌরাঙ্গপুর সততা ক্লাব। ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরাঙ্গপুর সততা ক্লাবের সভাপতি,সাবেক ছাত্রনেতা ও পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক সামিউল আলম নয়ন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, পাকুড়িয়া ইউপির ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য তরিকুল ইসলাম তারিক,মোস্তাফিজুর রহমান এটোম মাষ্টার, রাজিবুল ইসলাম, লুতফুর প্রাঃ সমাজ সেবক, সাইফুল ইসলাম , আপেল মাহমুদ পরাগ,দলিল লেখক উম্মত আলী। শতশত ব্যাডমিন্টনপ্রেমী দর্শক সহ নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলায় বাঘা উপজেলার ১৬টি খেলায় মোট ৩২ টি দল অংশগ্রহন করছে বলে জানান,সুজন মাহমুদ।
ব্যাডমিন্টন খেলাটি সঞ্চালনা করেন মাহফুজুর রহমান স্বপন মাষ্টার। প্রথম খেলাটিতে অংশগ্রহণ করে দুটি দল। দলদুটির নাম নূরি অটো বাঘা এবং হাজামপাড়া বঙ্গবন্ধু ক্লাব। দুটি দলকেই আজকে উপহার হিসেবে প্রধান অতিথি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন ৪টি পবিত্র আল- কোরআন খেলোয়ারদের হাতে তুলে দেন।
এই শীতের রাতে শতশত দর্শক আনন্দের সাথে খেলাটি উপভোগ করেন। খেলা পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম রতন।