সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সম্পাদকে লড়তে চান মির্জা বাচ্চু

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়তে চান উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মির্জা মাহবুব বাচ্চু।

আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে শুরু হয়েছ প্রার্থীদের দৌড়ঝাঁপ সেই সাথে নানা গুঞ্জন।

এবারের সম্মেলনে ১০ জন সভাপতি এবং ১১ জন সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থীতা চেয়ে আবেদন জমা দিয়েছেন।
কিন্তু কোন প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করা হবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না কাউন্সিলর ও ডেলিগেটরা।

এই সম্মেলনকে ঘিরে সাধারণ সম্পাদক পদ-প্রার্থী মির্জা মাহবুব বাচ্চু তৃণমূল থেকে শুরু করে যোগাযোগ রেখেছেন সর্বত্র।

তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে মান্দা উপজেলা আওয়ামীলীগ আরো সুসংগঠিত হবে এমন মন্তব্য করছেন তৃণামূলের অনেক নেতাকর্মীরা।

সাধারন সম্পাদক পদপ্রার্থী মির্জা বাচ্চু বলেন আমি আওয়ামীলীগের একজন কর্মী হয়ে সবসময় দলের আনুগত্য মেনে দলকে সুসংগঠিত করে সামনে এগিয়ে নেওয়ার কাজ করে চলেছি। সার্বিক বিবেচনায় দলের নীতিনির্ধারণী মহল আমাকে এই পদের দায়িত্ব দেবেন বলে আমার বিশ্বাস।

এই বিভাগের আরো খবর