সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেশরহাট পৌরসভার মেয়র পদ-প্রার্থী রুস্তম আলীর বিশাল বাইক শোডাউন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র পদ-প্রার্থী ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুস্তম আলীর বিশাল মোটরসাইকেল সোডাউন করেছে। রোববার বেলা ১১ টার দিকে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠ হতে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে মোহনপুর উপজেলা চত্বর পদক্ষিণ করে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের ১৭ টি গ্রামে মোটরসাইকেল সোডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান তিনি।শেষে কেশরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মেয়র পদ-প্রার্থী রুস্তম আলী প্রাং। এসময় তিনি বলেন, মোটরসাইকেল সোডাউন কালে কেশরহাট পৌর এলাকার রাস্তা ঘাটের ব্যাহাল দশা আপনারা উপলদ্ধি করলেন। এই ব্যাহাল দশা দুর করে পৌর এলাকার উন্নয়ন করার সুযোগ দিতে আপনারা আমার পক্ষে নির্বানের প্রচারণা বৃদ্ধি করে আমাকে সহযোগিতা করবেন। আমি যেন মেয়র নির্বাচিত হয়ে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি পৌরবাসির সেবা করতে পারি।

এই বিভাগের আরো খবর