নিজস্ব প্রতিবেদক : আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা করেছেন পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা করেন তিনি। এসময় মেয়র শহিদ বলেন, আমার বিরুদ্ধে যারা ফেসবুকে লিখা লিখি করে আমার সুনাম নষ্ঠ করছে। তাদের সর্তক করে দিতে চাই। আমি চাইলে আইনের মাধ্যমে তা প্রতিহত করতে পারি। কিন্তু আমি মনোনয়নের আগে কাউকে কোন রকম আঘাত দিতে চাইনা। লাঠি-শোটা যা দিয়ে আমাকে আঘাত করুন না কেন পৌরবাসির কারো শরীরে আমি আঘাত লাগতে দিবোনা। সে যার পক্ষের লোকই হোকনা কেন, সে তো আমারি প্রিয় পৌরবাসি । মনোনয়ন পত্র আমি হাতে নিয়ে আপনাদের মুঠোফোনে জানিয়ে দিবো, তখন খেকে আপনারা আমাকে ভাই মনে করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এবারের নির্বাচনে আপনারা সচেতন থাকবেন, ভোটের দিন একদল ভোট কেন্দ্রে হামলা চালাতে পারে। আপনারা সাহসিকতায় ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিবেন।
তিনি আরো বলেন, অতিতের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মুসলমান ভাই হিসেবে আমাকে আবারো ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। এবার মেয়র নির্বাচিত হয়ে অসংখ্য রাস্তা-ঘাটসহ পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করবো ইনশাআল্লাহ।