শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াইলে হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্ভোধন

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্ভোধন করা হয়েছে।

জানা গেছে,সারা দেশের ন্যায় তাড়াইলে হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্ভোধন করা হয়েছে।শনিবার (১৯’ডিসেম্ভর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ক্যাম্পেইনের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।উক্ত অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন।প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,বিশেষ অতিথি ছিলেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু,সাংবাদিক রুহুল আমিন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন জানান, তাড়াইল উপজেলায় মোট এক লাখ ৯৫ হাজার ১০ জন জনসংখ্যার মধ্যে ৯ মাস থেকে ৫ বছরের শিশুর সংখ্যা ২১হাজার পাঁচশত ৭৫ এবং ৫থেকে ১০ বছরের শিশুর সংখ্যা ২৩হাজার ৪শত ৩৭ এ নিয়ে মোট অত্র উপজেলার ৪৫ হাজার ১২ জন শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে।এ কার্যক্রম বিরতিহীন চলবে আগামী ২০২১সনের ২৮জানুয়ারি পর্যন্ত।এ টিকাদান সফলভাবে বাস্তবায়নের জন্য ১টি স্থায়ী কেন্দ্র, ৫০৪টি অস্থায়ী কেন্দ্র এবং হার্ট টু রিচ ও ঝুঁকিপূর্ণ ৭ টি কেন্দ্রসহ মোট ৫১২ টি কেন্দ্রে এ টিকাদান চলবে।এর মধ্যে মোট টিকাদানকারী ৪৮ জন,
স্বেচ্ছাসেবী ১৯২ জন,সুপারভাইজার ২১ জন এ কর্মকান্ডে সরাসরি অংশ নিচ্ছে।

 

এই বিভাগের আরো খবর