শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিকে নৌকায় বিজয়ী করতে জেলা যুব মহিলা লীগের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী রবিউল ইসলাম রবিকে বিজয়ী করতে রাজশাহী জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা গণসংযোগ করেন। শনিবার রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন গণসংযোগে নেতৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী সরকার, সাধারণ সম্পাদক রোখসানা খাতুনসহ নেতৃবৃন্দ।

বিপাশা খাতুন বলেন, আগামী ২৮ ডিসেম্বর নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে হবে। এজন্য যুব মহিলা লীগের নেতাকর্মীদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে হবে।

এই বিভাগের আরো খবর