শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ সুজন মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পাচকাহনিয়া টেকনিক্যাল বিএম কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুজন মিয়া পাচকাহনিয়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে পাচকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন মিয়া সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আজ (২৬ ডিসেম্বর) শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।