বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা পৌর শহরের উত্তর বাজার নিউ মার্কেটে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ফিতা ও কেক কেটে গ্রামীনফোন সেন্টারের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এসময় পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, গ্রামীণ ফোনের রিজওনাল প্রধান এস.কে ইফতেখার আহমেদ, এরিয়া ম্যানেজার মো. ফরহাদ হোসেন, রিটেল চ্যানেল ম্যানেজার এ.টি.এম মোস্তাফিজুর রহমান, নকলা ও নালিতাবাড়ী উপজেলার টেরিটোরী ম্যানেজার মাসুদ আহমেদ, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) মো. শাহাবদ্দিন, নকলা নিউ মার্কেটের স্বত্তাধিকারী মো. মোজাহিদুল ইসলাম, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকবৃন্ধ ও বিভিন্ন পেশা-শ্রেণীর গ্রামীণ ফোনের গ্রাহক এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর