সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার- ৩

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বালুচর এলাকার মোছা. মরিয়ম ও মৃত দারুল ইসলাম ওরফে সুকুন্দির ছেলে মো. আবু রায়হান আলী ওরফে হিটলার (৩০), একই এলাকার মোছা. আলিয়া বেগম ও রবিউল ইসলামের ছেলে মো. লিটন আলী (২৩) ও বিশ্বনাথপুর ৪ নং ওয়ার্ডের আমেনা বেগম ও আবু বকরের ছেলে মো. আবুল কালাম (৩৮)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর সোমবার রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর কটুবাজার নয়নের দোকানের সামনে থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই বিভাগের আরো খবর