শফিউল আলম লাভলু, শেরপুর: জামালপুর জেনারেল হাসপাতালে ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার দুপুর তিনটা থেকে অপারেশনসহ সকল প্রাইভেট প্রেক্টিস বন্ধ রেখেছে শেরপুরের চিকিৎসকরা। দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখার পক্ষ হতে এ ঘোষণা দেয়া হয়েছে।
ঘোষণায় জামালপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসকদের হয়রানির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর তিনটা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অপারেশনসহ সকল প্রাইভেট প্রেক্টিস বন্ধ রাখতে চিকিৎসকদের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে ব্যক্তিগত চেম্বার, ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারে চিকিৎসকদের প্রাইভেট প্রেক্টিস বন্ধ রাখায় বিপাকে পড়েছে শেরপুরের সাধারণ রোগীরা।