আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মুন্নাটলী হয়ে গেরুয়াডাঙ্গী রাস্তার পাকাকরণ কাজ শুরু করা হয়েছে।সোমবার দুপুর ২টায় এই কাজের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম পি।
এই সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শওকত আলী, ইউনুস মেম্বার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সহ আরো অনেকে।
এ সময় আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের কল্যাণে দেশে সংঘটিত হয়েছে আমূল পরিবর্তন। জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে।মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন দুর্বার গতিতে উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমনি পিছিয়ে নেই ঠাকুরগাঁও-২ আসন । আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।