ইন্দিরা গান্ধীকে অপমান, শ্রীলীলার সিনেমা নিষিদ্ধের দাবিতে তোলপাড়

মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দিরা গান্ধীকে অপমান, শ্রীলীলার সিনেমা নিষিদ্ধের দাবিতে তোলপাড়

বলিউডে সিনেমা নিষিদ্ধের দাবি নতুন কিছু নয়। অতীতে একাধিক ছবিকে ঘিরে রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক দেখা গেছে। তবে এবার সেই বিতর্কের কেন্দ্রে উঠে এল শিবকার্তিকেয়ন ও শ্রীলীলার নতুন সিনেমা ‘পরাশক্তি’। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অপমান এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ছবিটি নিষিদ্ধের ডাক দিয়েছে তামিলনাড়ু যুব কংগ্রেস।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ১২ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় তামিলনাড়ু যুব কংগ্রেস। বিবৃতিতে তারা দাবি করে, ‘পরাশক্তি’ সিনেমায় ইন্দিরা গান্ধীকে অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। সংগঠনটির অভিযোগ, ছবির একটি দৃশ্যে ইন্দিরা গান্ধীর চরিত্রকে খলনায়কের মতো দেখানো হয়েছে। তার মুখে এমন সংলাপ বসানো হয়েছে যার সঙ্গে বাস্তব ইতিহাসের কোনো মিল নেই।যুব কংগ্রেসের বক্তব্যে বলা হয়, ‘জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকা প্রয়াত নেতানেত্রীদের নিয়ে কাল্পনিক ও বিভ্রান্তিকর গল্প দেখানো যায় না। এর কোনো আইনি বা নৈতিক ভিত্তি নেই। ছবিতে একের পর এক এমন দৃশ্য রাখা হয়েছে, যার ঐতিহাসিক সত্যতা প্রশ্নবিদ্ধ।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সিনেমার আরেকটি দৃশ্যে দেখানো হয়েছে ১৯৬৫ সালে কংগ্রেস সরকার নাকি পোস্ট অফিসের সব ফর্ম বাধ্যতামূলকভাবে হিন্দিতে করার সিদ্ধান্ত নিয়েছিল। তামিলনাড়ু যুব কংগ্রেস এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে।

এই বিভাগের আরো খবর