সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে সেনাবাহিনীর একটি দল আটক করেছে। বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর সুবিদবাজারের বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের পর সেনাবাহিনীর অভিযানকারী দল তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে সিলেট এসএমপির উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, সেনাবাহিনী মানিককে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে ।
মানিকের পরিবারের দাবি, রাত আনুমানিক ৩টার দিকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মানিকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যান সেনাসদস্যরা।