পত্নীতলা ব্যাটালিয়নের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলা ব্যাটালিয়নের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে ভোররাতে ধামইরহাট উপজেলার চকিলাম ও কালুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চকশবুল এলাকার একটি সরিষা ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ২০ হাজার টাকা।

অপরদিকে, একই সময়ে উস্তমবাদ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি পাকা রাস্তা থেকে ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করা হয়।

তবে দুটি অভিযানের কোনোটিতেই কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদকদ্রব্য ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর