খালেদা জিয়ার অবদান দেশবাসী চিরকাল মনে রাখবে: মিলন

শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অবদান দেশবাসী চিরকাল মনে রাখবে: মিলন

রাজশাহীর কেশরহাটে বিএনপি নেতারা দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। শনিবার বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

মিলন তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া কঠিন সময় পার করে দেশ ও দলের প্রতি দায়বদ্ধ ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি স্বামী মেজর জিয়াউর রহমানের পাশে ছিলেন এবং স্বদেশে নানা সংকট মোকাবিলা করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পরও তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষ করেননি।  

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী থাকার সময় বেগম জিয়া মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। মিথ্যা মামলার কারণে দীর্ঘ সময় কারাগারে থাকার পরও দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন।

দোয়া মাহফিলে কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। একই দিনে রাতেও নওহাটা ও সোনাতনী এলাকায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর