গোদাগাড়ীতে মাছ ব্যবসায়ীকে কু’পিয়ে নগদ টাকা ও মোবাইল ছি’নতাই

শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে মাছ ব্যবসায়ীকে কু’পিয়ে নগদ টাকা ও মোবাইল ছি’নতাই

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাছ কিনতে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গত শনিবার (১৭ জানুয়ারি) ভোরে গোদাগাড়ী পৌরসভার রামনগর গোরস্থানের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।আহত ব্যবসায়ীর নাম মোঃ মুনসুর রহমান (৫৩)। তিনি উপজেলার কাকনপাড়া গ্রামের মোঃ মুরাদ আলীর ছেলে। সে গোদাগাড়ী ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। বর্তমানে তিনি চিকিৎসা শেষে বাড়ীতে অবস্থান করছেন। এই বিষয়ে তিনি গোদাগাড়ী মডেল থানায় তিন জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর ৪টা ৩০ মিনিটের দিকে মুনসুর রহমান ভ্যানচালক আরিফ আলীকে নিয়ে মহিষালবাড়ী রেল বাজার মাছের আড়তে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে তারা রামনগর গোরস্থানের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন জন অজ্ঞাতনামা যুবক তাদের পথরোধ করে।

এ সময় পথরোধের কারণ জানতে চাইলে দুই যুবক ধারালো অস্ত্র (কাস্তাই) দিয়ে মুনসুর রহমানের পিঠে এবং বাম পায়ের হাঁটুর নিচে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তার শার্টের পকেট থেকে মাছ কেনার জন্য রাখা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া ভ্যানচালক আরিফ আলীর পকেটে থাকা ১৭ হাজার ৫০০ টাকা এবং ১২ হাজার ৯৯৯ টাকা মূল্যের একটি ভিভো (VIVO Y12s) স্মার্টফোন জোরপূর্বক কেড়ে নিয়ে আমনুরার দিকে পালিয়ে যায়।

আহত ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মুনসুর রহমান জানান, চিকিৎসার কারণে এবং পরিবারের সাথে আলোচনার পর থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস জানিয়েছেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ঘটনার সময় ফাঁকা এলাকা হওয়ায় কেউ প্রতক্ষদর্শি নেই। তাদের মুখে মাস্ক থাকায় আহত মাছ ব্যবসায়ীও তাদের চিনতে পারেনি। তবে সিসি ক্যামেরা ফুটেজ আশেপাশে থাকলে তা দেখে সনাক্ত করার চেষ্টা করবো। তাছাড়া এই ঘটনার তদন্তে কোন ত্রুটি থাকবে না বলে জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর