তানোর মুন্ডমালায় জামায়াতের নির্বাচনী জনসভা

বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তানোর মুন্ডমালায় জামায়াতের নির্বাচনী জনসভা

রাজশাহীর তানোরে মুন্ডমালা পৌর জামায়াতের আয়োজনে দাঁড়ি পাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুন্ডমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ তানোর-গোদাগড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

সভায় মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং ইসলামি ছাত্র-সংগঠন ও বিভিন্ন কমিউনিটি নেতারা। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার সভায় অংশ নেন।

এর আগে সকাল থেকে বিকেল ও সন্ধ্যার পর রাত পর্যন্ত প্রার্থী ও নেতৃবৃন্দ বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে গিয়ে ভোট প্রার্থনা করেন। সভায় অংশগ্রহণকারীরা দলের প্রতীক দাঁড়ি পাল্লাতে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

 

এই বিভাগের আরো খবর