নির্বাচন মনিটরিং হবে অনলাইনে

বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন মনিটরিং হবে অনলাইনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ আসনের ১২৫টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় সবগুলোতেই ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ জানান, দু-একটি কেন্দ্র ছাড়া বাকি সব ভোটকেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে। উপজেলা সদরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকেই ভোটকেন্দ্রগুলো মনিটরিং করা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে তিনটি করে, প্রয়োজন অনুযায়ী আরও অতিরিক্ত ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জানা গেছে, লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর–১ সংসদীয় আসন। লালপুর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯১৭ জন। এ উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৮৪টি এবং সবক’টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

অন্যদিকে বাগাতিপাড়া উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৩৫৯ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ৪১টি। বাগাতিপাড়ার দু-একটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ এখনো চলমান রয়েছে।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের প্রার্থীসহ দুইজন স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এই বিভাগের আরো খবর