পাবনা–৫ আসনে প্রচারণা ঘিরে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা–৫ আসনে প্রচারণা ঘিরে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

পাবনা–৫ (সদর) আসনের বুদেরহাট এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বাধা প্রদান, হেনস্তা ও মারধরের অভিযোগ তুলেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দলটির প্রার্থীর পক্ষে নারী কর্মীরা এলাকায় ভোট চাইতে গেলে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। জামায়াতের দাবি, এ সময় তাদের একজন দায়িত্বশীল কর্মী আহত হন।

অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা পাল্টা অভিযোগ করে বলেন, পূর্বানুমতি ও সমন্বয় ছাড়াই একটি সংবেদনশীল এলাকায় জামায়াতের কর্মীরা হঠাৎ প্রচারণা শুরু করলে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি শান্ত করতে গেলে ভুল বোঝাবুঝির কারণে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে তারা ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “ভোট চাওয়ার অধিকার সবার আছে। তবে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

ঘটনার বিষয়ে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

এই বিভাগের আরো খবর