বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শুরু হওয়া মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকুরিজীবীরা হিমশিম খাচ্ছেন, অথচ নতুন পে-স্কেল বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। দায়িত্বশীল পর্যায় থেকে অসংবেদনশীল মন্তব্য সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। এটি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং কর্মক্ষেত্রে উৎসাহ ও দক্ষতা বৃদ্ধি করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় রেখে আন্দোলন চালিয়ে যাবেন।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা জানান, এই দাবি শুধুমাত্র সরকারি চাকুরিজীবীদের নয়, বরং এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের সমান দাবিতে রূপান্তরিত হয়েছে।
