গণভোটে নিরপেক্ষ থাকবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: জনপ্রশাসন সচিব

শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে নিরপেক্ষ থাকবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে হ্যাঁ বা না—কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে ভোটারদের গণভোটে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করার দায়িত্ব তাদের পালন করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষের হয়ে প্রচারে অংশ নেবেন না। একটি নিরপেক্ষ গণভোট আয়োজন এবং ভোটাররা যাকে ভোট দেবেন তার ভিত্তিতে সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোট বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরে কর্মরত প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এর আগে সিনিয়র সচিব রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

এ সময় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিনিয়র সচিব আরও বলেন, গ্রামের নারীরা যেন গণভোটের বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর