পুঠিয়ায় নছিমনের সং/ঘর্ষে অটোরিক্সা চালকের মর্মা/ন্তিক মৃ/ত্যু

শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় নছিমনের সং/ঘর্ষে অটোরিক্সা চালকের মর্মা/ন্তিক মৃ/ত্যু

রাজশাহীর পুঠিয়ায় নছিমন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে ঘটে। নিহত রবিউল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামকৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম তার অটোরিক্সা নিয়ে পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই নছিমনের সঙ্গে তার অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং রবিউলের মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক নছিমনটি পুঠিয়া থানা পুলিশ আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর