রবিবার, ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধান্ত নিয়েছি মিডিয়ায় আর কাজ করব না

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী সুজানা জাফর বুটিকের ব্যবসা শুরুর সময়ই জানিয়েছিলেন বছরে দু-একটির বেশি কাজ করবেন না। সেই সূত্র ধরেই গত দুই বছরে মাত্র একটি নাটক ও মিউজিক ভিডিও করেছেন।

এবার পুরোপুরিই মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজানা। করোনায় জীবন সম্পর্কে নতুন করে ধারণা পেয়েছেন বলে জানান তিনি, ‘করোনা না এলে সত্যিকারের জীবন সম্পর্কে হয়তো জানাই হতো না।গত চার মাসে ইসলামকে গভীরভাবে উপলব্ধি করেছি।জেনেছি, এটাই আসল জীবন।তাই সিদ্ধান্ত নিয়েছি মিডিয়ায় আর কাজ করব না।আমার পরিবারও চায় না এখানে কাজ করি।

এখন থেকে বুটিক আর ধর্মকর্ম নিয়েই থাকতে চাই। সমাজের কিছু অবহেলিত মানুষের দায়িত্ব নিয়েছি।সমাজসেবামূলক কয়েকটি সংগঠনের সঙ্গেও আছি।সেগুলোতেও সময় দিতে চাই।ভক্তদের ভালোবাসায় হয়তো সেলিব্রিটি হয়েছি।কিন্তু সব সময় সাধারণ মানুষ হয়ে থাকতে চেয়েছি। ভক্তরা যে ভালোবাসা দিয়েছেন সেটা মাথায় নিয়েই বাকি জীবন পার করব। আমার জন্য সবাই দোয়া করবেন।’

এই বিভাগের আরো খবর