 
 
            
                            
                       ডেস্ক নিউজঃ ফরিদপুরের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে বৃহস্পতিবার রাতে খন্দকার মোশাররফ হোসেনের করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।
পরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিভিন্ন গণমাধ্যমকে জানান,তিনি কয়েকদিন আগে পরীক্ষা করান। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রিপোর্ট আসে। রিপোর্ট পজিটিভ এসেছে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, তার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে তিনি বুঝতেই পারতেন না যে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
তিনি আরও বলেন,সবার পরামর্শে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। রেজাল্ট পজিটিভ এলেও অবশ্য মানসিকভাবে ঠিক আছেন।