শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে শিশু নিখোঁজের পর পুকুর থেকে লাশ উদ্ধার

এসএম মশিউর রহমান সরকার
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি: পঞ্চম শ্রেণি অধ্যায়নরত শিশুটি নিখোঁজের একদিন পর বাড়ীর পাশে একটি পরিত্যাক্ত পুকর থেকে শিশুর লাশ পেয়েছে স্থানীয়রা।
শিশুটিকে কেউ হত্যা করেছে নাকি জলডুবিতে মারা গেছে এই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে।

স্থানিয় সুত্রে জানাগেছ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাঙ্গাটুলি গ্রামে পঞ্চম শ্রেণির শিশু
নিখোঁজের একদিন পর বাড়ীর পাশে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায় ওই গ্রামের লোকজন।
পরে শিশুটিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত বলে ঘোষনা করেন।

শিশুটির নাম জুলফিকার হাসান জয়(১২) সে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল হযরত আলীর ছেলে।
সে বালিয়াডাঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেনির মেধাবী ছাত্র ছিল।
শিশুটি গত ২০ জুন শনিবার দুপুর ১২ টার সময় নিজ বাড়ি হতে নিখোঁজ হয়েছিল বলে তার পরিবারের লোকজন জানান।

বালিয়াডাঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক হুমায়ুন কবীর বলেন,ছেলেটি আমার স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল।
আমি হাসপাতালে ছেলেটির সুরতহাল প্রস্তুতের সময় ছিলাম।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিশুটি নিখোঁজ সংক্রান্ত ঘটনাটি গতকাল সাধারণ ডাইরি(জিডি)ভুক্ত করা হয়। ঘটনাটি হত্যা না জলডুবি ময়না তদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরো খবর