শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনমন্ত্রীর করোনা নেগেটিভ

ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত নন। তিনি সুস্থ আছেন। তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি বাসা থেকেই সকল দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর আইনমন্ত্রী আনিসুল হক তাঁর করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নেন। এরপর ২১ জুন সকালে আইসিডিডিআরবি করোনা পরীক্ষার জন্য তাঁর কাছ থেকে নমুনা সংগ্রহ করে এবং রাতেই তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়ে দেয়।

করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল আসায় আইনমন্ত্রী আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও দেশের উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।

এই বিভাগের আরো খবর