রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে টিয়া পাখি বিক্রির করার অভিযোগে ভ্রাম্যমাণে একজনের জরিমানা

হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে টিয়া পাখি বিক্রি চেষ্টার অভিযোগে নুর ইসলাম, নামের এক যুবকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আহত অবস্থায় একটি টিয়া পাখি তার কাছ থেকে উদ্ধার করা হয়।

আজ দুপুরে উপজেলার ঢাকা মোড় নামক এলাকা পাখি বিক্রির সময় তাকে আটক করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট পরিমল কুমার সরকার জানান,ফেসবুকে স্ট্যাটাস দিয়ে টিয়া পাখি বিক্রি করছে এক যুবক এমন তথ্যের ভিত্তিতে উপজেলার ঢাকা মোড় এলাকায় অভিযান চালিয়ে টিয়া পাখিসহ নুরইসলাম নামের ওই যুবকে আটক করে ভ্রাম্যমাণে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ২০১২ এর আওতায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার হাতে থাকা খাচাঁ থেকে আহত অবস্থায় একটি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান,টিয়া পাখিটি অসুস্থ থাকায় আকাশে উড়তে পারছে না তাই পাখিটিকে ফরেস্ট রেঞ্জ অফিসারের ত্তত্বাবধানে রাখা হয়। তাকে সুস্থ করে মুক্ত আকাশে অবমুক্ত করা হবে। উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরো খবর