ডেস্ক নিউজ : করোনার কারণে স্থগিত রাখা বগুড়া-১ ও যশোর-৬ আসনে আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে।
গত ২৯ মার্চ এই দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ছিল। কিন্তু প্রাণঘাতী করোনার উদ্ভূত পরিস্থিতি তৈরি হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে ইসি। ১৪ জুলাই ভোটগ্রহণের বিষয়ে ইসি সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা কিংবা দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই পুনরায় নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে।