বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিহারের মুজাফফরপুর আদালতে করণ জোহর, একতা কাপুর ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ নিয়ে শুরু হয়েছিল তোলপাড়। তবে সেই মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আইনজীবী সুধীর কুমার ওঝা ওই মামলা দায়ের করেছিলেন মুজাফফরপুর আদালতে। এবার সেই মামলা খারিজ করে দিলেন সংশ্লিষ্ট আদালতের বিচারক মুকেশ কুমার।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিহারের আইনজীবী সুধীর কুমার ওঝা বলিউডের তাবড় কয়েকজন তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে করণ জোহর, সালমান খান, একতা কাপুর এবং যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার নাম রয়েছে। এবার ওই মামলা খারিজ করে দিলেন মুজাফফরপুর আদালতের বিচারক। এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনা সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন অভিনেত্রী-সংসদ সদস্য রূপা গাঙ্গুলি, শেখর সুমন, পায়েল রোহতগিসহ অনেকেই।