শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহেদের বিদেশ যাওয়ার সুযোগ নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজঃ রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের বিদেশ যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঈদুল-আজহা উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ ও শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রাসঙ্গিক বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদকে খোঁজা হচ্ছে, তার আত্মসমর্পণ করতে হবে; অন্যথায় গ্রেফতার করা হবে। তার বিদেশ যাওয়ার সুযোগ নেই।

সভা শেষে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, সাহেদের গ্রেফতার না হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর