বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় মৃত্যুর মিছিলে ৭ জন নতুন আক্রান্ত ৪৯৭ জন

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা দেড়শ ছাড়াল, বেড়ে চলেছে নতুন করে সংক্রমিতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৯৭ জন এবং মারা গেছে ৭ জন। সুস্থ হয়ে উঠেছে ৯ জন। আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।তিনি বলেন, ‘করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৯৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। দুঃখের সঙ্গে জানাচ্ছি গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ জন। মোট সুস্থ হয়েছে ১৩১ জন।’এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৪১৮ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৩০৯ জন, মারা যায় ৯ জন। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫০৩ জন, মৃত্যু হয় ৪ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এই বিভাগের আরো খবর