বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিমান দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডেস্ক নিউজ :  ভারতের কেরালা রাজ্যের উপকূলীয় শহর কোঝিকোড়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া এক চিঠিতে তিনি এক শোক প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘শোকের এই সময়ে প্রিয়জন হারানো পরিবার ও ভারতীয় জনগণের প্রতি রইলো আমাদের প্রার্থনা। আল্লাহ যেন তাদের স্বজন হারানোর শোক সহ্য করার শক্তি ও মনোবল দেন।’

শোকবার্তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন আবদুল মোমেন।

প্রসঙ্গত গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির পাইলটসহ ২০ জন নিহত হন।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনাকবলিত বিমানের বেশির ভাগ আরোহীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আহত অন্তত ১১২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর