বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আতঙ্কের মধ্যে এ কী দুঃসংবাদ দিলো নাসা!

এখন পর্যন্ত করোনা ভাইরাসে ২ লাখ ৯০ হাজার ০৩৪ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১ হাজার ৯৪৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ৬১৭ জন। করোনা ভাইরাস বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

মার্কিন গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে এমন পরিস্থিতিতে দেওয়া হলো একটি দুঃসংবাদ। পৃথিবীর কক্ষপথের কাছ থেকে ২৯ এপ্রিল একটি শক্তিশালী গ্রহাণু প্রবাহিত হবে। জানা গেছে যে, এই গ্রহাণুর আয়তন প্রায় এক মাইল।

পৃথিবী থেকে ৪ মিলিয়ন মাইল দূরত্বে থাকবে 1998 or2 নামের গ্রহাণু। গ্রহাণুটির দূরত্ব চাঁদ আর পৃথিবীর দূরত্বের ১৬ গুণ বেশি। সেই কারণে ভয়াবহ কোনও আশঙ্কা নেই বিশ্বের। তারপরেও করোন আতঙ্কে র মধ্যে এই দানবীয় গ্রহাণু ধেয়ে আসা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে অনেক।

এই বিভাগের আরো খবর