বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী ও তাড়াশে ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরো খবর