 
 
            
                            
                       ডেস্ক নিউজ : আগামী ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহে তিনদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে ভার্চ্যুয়ালি বিচার কার্যক্রম চলবে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট হতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।