মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহীঃ আজ (১৪ আগষ্ঠ) শুক্রবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে ১। মো: তুফান আলী (৪৫), পিতা: মৃত আবু বক্কর, সাং : বড়বড়ি বেলতলা, ২। মো: আসাদুল (৩০), পিতা : নুর মোহাম্মদ, সাং- বড়বড়ি বেলতলা, ৩। মো: সায়দার আলী(৪৮), পিতা- মৃত মোন্তাজ আলী, সাং – রাওতা উত্তরপাড়া , সর্বথানা- চারঘাট, জেলা – রাজশাহী। উল্লেখ্য, ডিবির একটি টিম অদ্য ১৪/৮/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ১.০৫ টার দিকে চারঘাট থানাধীন বড়বড়ি বেলতলা এলাকা হতে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় মামলা রুজু হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করে চলেছে রাজশাহী জেলা পুলিশ।
এক বার্তাতে বিষয় টি নিশ্চিত করেছেন,
মো: ইফতে খায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার( সদর), রাজশাহী।